গোলাপগঞ্জে প্রবাসীর উদ্যোগে কম্পিউটার ল্যাব পেলো জামিয়া মুহয়িসুন্নাহ মানিককোণা হাওরতলা মাদরাসা
প্রকাশিত হয়েছে : ১৯ জুন ২০২৩, ৮:১৩:০৪
একজন প্রবাসীর উদ্যোগে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জামিয়া মুহয়িসুন্নাহ মানিককোণা হাওরতলা মাদরাসায় গরিব অসহায় শিক্ষার্থীদের যুগপোযুগী শিক্ষা প্রসারের লক্ষ্যে কম্পিউটার ল্যাব খোলা হয়েছে। লন্ডন প্রবাসী রহিমা খাতুন আজিজ লুবনা, মুহিবুর রাহমান এবং আব্দুল আহাদ আজিজ (রুবেল) এর বাবা মরহুম মোহাম্মদ আব্দুল আজিজ ও মা মরহুমা হাবিবা খাতুন রাহ. এর মাগফিরাত কামনায় মাদরাসায় এই কম্পিউটার ল্যাব খোলা হয়।
কম্পিউটার ল্যাবের পুরো ব্যবস্থাপনায় ছিলেন লন্ডন বিশিষ্ট সমাজসেবা সংস্থা রিচ এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল আহাদ আজিজ (রুবেল)।
মাদরাসায় নতুন ল্যাবের উদ্বোধনী উপলক্ষ্যে গত ১০ জুন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা হিফজুর রহমান, মাদরাসার দাতা সদস্য এম এ রহমান তিতনসহ মাদরাসার শিক্ষক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা কম্পিউটার ল্যাবের দ্বারা মাদারাসার শিক্ষা আরেকধাপ এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন।- বিজ্ঞপ্তি