ভুবন কিনেছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি, চালাতে গিয়ে আহত
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২২, ৮:১২:৫৫
বিগত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘কাঁচা বাদাম’ গান। গানটির গায়ক ভুবন বাদ্যকর। গানটি গেয়ে বাদাম বিক্রি করে তার পেটের ভাতের যোগান হত। আর এই গানই তাকে সোশ্যাল মিডিয়া মারফত ভাইরাল হয়েছে। তিনি পৌঁছে গিয়েছেন শ্রোতাদের খুব কাছাকাছি। এখন সবাই তাকে ‘বাদাম কাকু’ বলেই ডাকছেন। রীতিমতো তারকা তিনি।
সম্প্রতি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন কাঁচা বাদাম খ্যাত এই গায়ক। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শিখতে গিয়েই দুর্ঘটনা ঘটে। আহত গায়ককে পশ্চিমবঙ্গের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুবন বলেন, ‘গাড়ি চালানো শিখতে একটি পুরনো গাড়ি কিনেছিলাম। বিকেলে সেটি চালানো অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে।’
সম্প্রতি বাদাম বিক্রেতা থেকে গায়ক হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন ভুবন বাদ্যকর। তার কাঁচা বাদাম বিক্রির সুর জনপ্রিয় হয়ে উঠে ভারতসহ বাংলাদেশেও।