দোকানে ঢুকে পড়ল চিতা বিড়াল, অতঃপর…
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২২, ৩:০২:৩৪
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পৌর শহর থেকে একটি চিতা বিড়াল (মেছোবাঘ) আটক করেছেন জনতা।
সোমবার সকালে কাঁচাবাজারের মোসাহিদ মিয়ার মুদি দোকানের ভেতর থেকে আটকের পর বন বিভাগের কাছে তুলে দেয় উপজেলা প্রশাসন। দুপুরে বিড়ালটি সাতছড়িতে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, মুদি দোকানি মোসাহিদ প্রতিদিনের মতো সোমবার ভোরবেলা দোকান খুলতেই মানুষের নড়াচড়া পেয়ে দৌড়ে গিয়ে চিতা বিড়ালটি (মেছোবাঘ) দোকানে ঢুকে পড়ে। এমতাবস্থায় দোকানের কর্মচারী বিড়াল ভেবে ধাওয়া দিলে চিতা বিড়ালটি এলোপাতাড়ি দৌড়াদৌড়ি করতে শুরু করলে দোকানি বুঝতে পারেন যে এটি সাধারণ বিড়াল নয়।