৯-১০ নভেম্বর সিলেটে পণ্য পরিহন ধর্মঘটের ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০২১, ১০:১৯:৫৭
সিলেটে আগামী ৯ ও ১০ নভেম্বর টানা ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
সোমবার (১ নভেম্বর) বিকেলে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে সিলেট বিভাগীয় শ্রমিক ঐক্যজোট ও জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার এ কর্মসূচি ঘোষণা দেন।
তিনি বলেন, সিলেটের লামাকাজি, শেরপুর, ফেঞ্চুগঞ্জ ও শেওলা সেতুতে অতিরিক্ত টোল আদায় এবং গোয়াইনঘাট উপজেলা ও ছাতক পৌরসভার নামে অবৈধভাবে চাঁদা আদায়ের প্রতিবাদে আগামী ৯ ও ১০ নভেম্বর ৪৮ ঘণ্টার এ পণ্য পরিবহন ধর্মঘট চলবে।
এ ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও সিএনজিচালিত অটোরিকশা ইউনিয়ন।
সমাবেশে সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমির উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি পুলক কবির চৌধুরী।