তাহিরপুরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২১, ৯:১১:২২
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছোট ভাইয়ের সেলিম মিয়ার (২৫) কোদালের আগাতে বড় ভাই হারিছ মিয়া (৩৫) নিহত হয়েছেন।
শনিবার সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামের সুবার মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে পূর্ব বিরোধের জেড় ধরে বড় ভাই হারিছ মিয়ার (৩৫) সাথে ছোট ভাই সেলিম মিয়া (২৫) ঝগড়া ও কথাকাটাকাটির একপর্যায়ে ছোট ভাই সেলিম মিয়া (২৫) বাদাম তোলার কাজে ব্যবহার করা ছোট কোদাল দিয়ে বড় ভাই হারিছ মিয়ার (৩৫) মাথায় আগাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে গিয়ে মাথায় সেলাই করিয়ে চিকিৎসা নেন। এরপর তার অবস্থা খারাপ হলে বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় পরিবারের লোকজন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান তিনি।
স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক মিয়া জানান, স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চলছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা গেছে বলে জানতে পেরেছি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, লোক মারফর শুনেছি। কিন্তু কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেয়া হবে।