সিলেটে প্রাইভেটকার – অটোরিকশার সংঘর্ষে নিহত ২
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২১, ৮:৫৬:৫৮
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি : সিলেট তামাবিল মহাসড়কের হরিপুর বাজারের পার্শ্ববর্তী হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন । এতে প্রাইভেটকার চালকসহ আরও দুইজন আহত হন।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের (চন্দরপুর) কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) ও একই উপজেলার ফুলবাড়ি হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)। আহতদের নাম জানা যায়নি। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে জাফলং দরবস্ত বাজার থেকে সবজি নিয়ে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা একটি অটোরিকশা হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছে সিলেট থেকে জাফলংগামী প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোচালক ও সবজি ব্যবসায়ী নিহত হন। এ সময় প্রাইভেট কারের চালকসহ আরও দুইজন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার এবং সুরতহাল তৈরি করে সিলেট ওসমানী হাসপাতাল মর্গে পাঠায়।’