দেশে করোনায় আরও সাত জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২১, ৬:১৯:৫০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩০৬ জন এবং মারা গেছেন ৭ জন।
বুধবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হলো ২৭ হাজার ৮৪১ জনের এবং শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৮ হাজার ৫৬৩ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) সুস্থ হয়েছেন ২৮৮ জন, শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩২ হাজার ৪৬৮ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৯১৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৯৫১টি। এখন পর্যন্ত এক কোটি ২ লাখ ৮২ হাজার ৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১ দশমিক ৫৩ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৫ দশমিক ২৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৭৭ শতাংশ।
মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩ জন এবং নারী ৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, এরমধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।
এদের মধ্যে ঢাকা বিভাগের মারা গেছেন ৩ জন, চট্টগ্রামের ১ জন, রাজশাহীর ১ জন, খুলনার ২ জন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন।