দিরাইয়ে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০২১, ৮:৪৩:৫৬
দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ভাটিপড়া গ্রামের আব্দুল শাহিদের ছেলে।
সোমবার দুপুর ২টায় উপজেলার ভাটিপড়া গ্রামের পাশের উদির হাওর জলমহাল নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও আমেরিকা প্রবাসী আওয়ামী লীগ নেতা কাজল নুর পক্ষের লোকজনের মাঝে এ সংঘর্ষটি হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষের বিষয়ে তাৎক্ষণিকভাবে এক পক্ষের লোকেরা অপর পক্ষের লোকদের দায়ী করছে।
দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা শান্ত রয়েছে।