সিগারেট হাতে পরীমনির ছবি, অশোভন বললেন সোহেল তাজ
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১০:৫১:৪৪
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিগারেট হাতে পোজ দেওয়া দুটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা পরীমনি। এ ধরনের ছবি পোস্ট করার সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সোহেল তাজ। নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি পরীমনির এ ধরনের কাজের সমালোচনা করেছেন।
সোহেল তাজ লিখেছেন, ‘একজন সেলিব্রেটির কাছ থেকে এ রকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে মেয়েদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে……’
আজ শুক্রবার সোহেল তাজ এই পোস্টটি দেন।
গতকাল বৃহস্পতিবার রাতে পরীমনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন দুটি ছবি আপলোড করেন। সেখানে দেখা যাচ্ছে- সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিয়েছেন এই চিত্রনায়িকা। ক্যাপশনে তিনি লিখেছেন- ‘সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’।