ভিক্ষা না দিয়ে ট্রলের শিকার হলেন শ্রদ্ধা কাপুর
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ৯:৩৫:১৭
মুম্বাইয়ে শুটিংয়ের ফাঁকে বাইরে বের হয়েছিলেন জনপ্রিয় বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর। উদ্দেশ্য রেস্তোরাঁয় কিছু খাবেন। এর মধ্যে ফোনে কী যেন কাজ সারছিলেন। ঠিক ঠাহর করতে পারেননি পেছনে হাতজোড় করে ক’টা টাকা চাইছিল এক ভিক্ষুক। হয়তো বা শুনতেও পেয়েছিলেন তার আহ্বান। কিন্তু পার্স খুলে টাকা-পয়সা বের করতে দেখা যায়নি এ অভিনেত্রীকে। তাতেই নেটিজেনরা পেয়ে বসলো যেন। ট্রলের বন্যায় ভাসিয়ে ছাড়লেন শ্রদ্ধাকে।
সেলিব্রেটি হলে ভিক্ষা দিতেই হবে এমন ধারণা পাকাপোক্ত করে একের পর এক পোস্ট পড়ছে ফেসবুক আর ইনস্টাগ্রামে। কেউ কেউ অবশ্য শ্রদ্ধার পক্ষ নিয়ে বলছেন, হতে পারে ওই সময় তার কাছে ক্যাশ ছিল না।
রণবীর কাপুরের বিপরীতে একটা ছবির শুটিংয়ে এখন মুম্বাইতে আছেন শ্রদ্ধা কাপুর। ওই সিনেমা ছাড়াও শ্রদ্ধার হাতে আছে ‘চালবাজ ইন লন্ডন’ ছবির কাজ। এর সঙ্গে অবশ্য প্রয়াত শ্রীদেবীর ‘চালবাজ’-এর কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন পরিচালক পঙ্কজ পরাশর।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া