‘অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে, নতুন উদ্ভাবন হচ্ছে না এতে প্রধানমন্ত্রীর দুঃখ আছে’
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২১, ৮:১৮:২৩
সুনামগঞ্জ প্রতিনিধি : দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হলেও নতুন কিছু উদ্ভাবন নেই। এ নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ আছে- এমনই জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেন, ‘দেশে অনেক অনেক বিশ্ববিদ্যালয় হচ্ছে, হাজার হাজার ছাত্র পড়ালেখা করছে অথচ নতুন কিছু উদ্ভাবন করছে না। বিভিন্ন দেশে নতুন নতুন আবিষ্কার হচ্ছে কিন্তু আমরা পারছি না এ নিয়ে প্রধানমন্ত্রী প্রায় সভাতেই দুঃখ প্রকাশ করেন, ক্ষোভ প্রকাশ করেন।’
আজ শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পরিষদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে এসএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫২ জন শিক্ষার্থীকে সংবর্ধনা, প্রত্যেককে পাঁচ হাজার টাকার প্রাইজবণ্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষিত জাতি চাই। নিরক্ষরতার গ্লানি দূর করতে চাই। এ জন্য সরকার যা যা দরকার করছে। শিক্ষা-গবেষণা বাড়াতে হবে। পশ্চিমারা পারলে আমরা পারব না কেন? নতুন প্রজন্মকে এ নিয়ে চিন্তা-ভাবনা করতে হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে এবং সংস্কৃতিকর্মী-সাংবাদিক দেওয়ান গিয়াসের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।
এর আগে বিকেলে জেলা পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ শহরে কেন্দ্রীয় শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর করেন মন্ত্রী। এ ছাড়া রাতে জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা অনুষ্ঠানেও বক্তব্য রাখেন তিনি।