রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে
প্রকাশিত হয়েছে : ০১ সেপ্টেম্বর ২০২১, ১০:৪৩:১৬
করোনা সংক্রমণের হার কমে আসায় দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধের পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
আগামী রবিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিতে আন্তমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে বলে জানা গেছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে অনুষ্ঠেয় আন্তমন্ত্রণালয় সভায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত হতে পারে।
করোনার কারণে গত বছরের ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলছে। সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি আছে। প্রায় সবকিছু খুলে দেওয়ার পর এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়টি আলোচনায় এসেছে।