কমলগঞ্জ থেকে উদ্ধারকৃত গোখরার ডিম ফুটে বেরুলো ১৫ বাচ্চা
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০২১, ৪:১২:১৪
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে প্রথমবারের মতো ডিম ফুটে বের হলো ১৫টি খৈয়া গোখরা সাপের বাচ্চা। দীর্ঘ ৪৫ দিন পর ১৫টি ডিম থেকে বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ কর্তৃপক্ষ।
আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ‘এই প্রথমবারের মতো সিলেট বিভাগে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বক্সের মধ্যে কৃত্রিমভাবে ১৫টি গোখরার বাচ্চা ফোটাতে সক্ষম হয়েছে।
এর আগে গত ১৪ জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর থেকে ১৫টি ডিমসহ একটি খৈয়া গোখরা সাপ উদ্ধার করে বন-বিভাগ।
পরে গোখরা সাপটিকে ছেড়ে দেওয়া হয় এবং উদ্ধারকৃত ডিমগুলো কৃত্রিম প্রজননের জন্য শ্রীমঙ্গল রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ ৪৫ দিন অবশেষে ডিমগুলো ফুটে খৈয়া গোখরার বাচ্চা বের হয়েছে।’
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘এ অঞ্চলে এই প্রথম কৃত্রিমভাবে ১৫টি গোখরার বাচ্চা ফোটানো সক্ষম হয়েছে। এ কারণে আমরা অনেক খুশি। এটি অন্যতম একটি সাপ। বাচ্চাগুলো অবমুক্তের উপযোগী হলে অবমুক্ত করা হবে।’