সিলেট নগরীতে এডিসের লার্ভা পাওয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০২১, ৬:০৭:৪২
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর কিন ব্রিজ এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় স্যানিটারি পণ্য বিক্রয়কারী ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও মহানগর পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলো স্যানিটারি পণ্য বিক্রির জন্য দোকানের সামনে খোলা আকাশের নীচে বেআইনিভাবে পসরা সাজিয়ে রাখে। এসময় ভ্রাম্যমাণ আদালত তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেন এবং ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া খোলা স্থানে রাখা এসকল মালামাল আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে নিতে ও এডিসের লার্ভা ধ্বংস করার নির্দেশ দেন।
এ সময় সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম বলেন, সিসিকের পক্ষ থেকে ডেঙ্গু দমনে চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। নগর জুড়ে ডেঙ্গু মশার উৎসস্থল চিহ্নিত ও ধ্বংসে অভিযান চলমান থাকবে। এছাড়া বাসা-বাড়ির ভেতরে যাতে ডেঙ্গু মশার উৎস না থাকে সেদিকে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে, করোনার মহামারীতে বিপর্যস্ত জনজীবনে ডেঙ্গু যাতে হানা দিতে না পারে সেজন্য নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সিসিক মেয়র বলেন, কোনভাবেই বাসা-বাড়ির ছাদ, ফুলের টব, এসির জমানো পানি, নারিকেলের খোসা, টায়ার-টিউব কিংবা টিনের কৌটা, নির্মাণাধীন ভবন, সরকারী বেসরকারি ভবনের ছাদ ইত্যাদি স্থানে পরিষ্কার পানি যেন জমে না থাকে। কারণ এসব স্থান ডেঙ্গু মশার প্রজননের জন্য আদর্শ। এছাড়া ডেঙ্গু মশার উৎসের সন্ধান পেলে তাৎক্ষনিক সিসিকের স্বাস্থ্য বিভাগে তথ্য প্রদানের আহবান জানান তিনি।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত নগরের মেন্দিবাগ এলাকার ঈশিতা রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির জন্য ভোক্তা অধিকার আইনে মামলা ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।