সিলেটে করোনায় আরও ২১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০২১, ৫:১০:৫১
সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় ১১ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ জন মারা যান।
এছাড়া সুনামগঞ্জ জেলায় ও হবিগঞ্জ জেলায় একজন করে মারা গেছেন। গত বুধবার এই বিভাগে করোনায় আক্রান্ত হয়ে রেকর্ড সর্বোচ্চ ২২ জনের মৃত্যু হয়েছিল। সব মিলে বিভাগে করোনায় ৮৬৫ জন করোনায় মারা গেলেন। এদের মধ্যে ৬৩১ জন সিলেট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। এদিন সিলেট বিভাগে করোনা শনাক্তের হারও বেড়েছে। গত ২৪ ঘন্টায় ১ হাজার ৮৬৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে শনাক্তের হার ৩০ দশমিক ৪৩ শতাংশ। বুধবার শনাক্তের হার ছিল ২৯ দশমিক শূন্য ৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় করোনা শনাক্তের হার প্রায় চার শতাংশ বেড়ে হয়েছে ৩৪ দশমিক ৯৯ শতাংশ। এই জেলায় আগের দিন শনাক্তের হার ছিল ৩১ দশমিক শূন্য ৯ শতাংশ। অবশ্য সুনামগঞ্জে শনাক্তের হার কমে হয়েছে ১৯ দশমিক ২৭ শতাংশ। এছাড়া মৌলভীবাজারে শনাক্তের হার ২৮ দশমিক ২৫ শতাংশ ও ২৬ দশমিক ৪৪ শতাংশ। এই সময়ে সিলেটে ৩১৭ জন, সুনামগঞ্জে ৫৩ জন, হবিগঞ্জে ৫৫ জন ও মৌলভীবাজারে ১০০ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জন রোগীর শরীরে এদিন করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে ৩২৩ জন ভর্তি ছিলেন। এদের জন্য ১৩ জন আইসিইউতে, ১৯৬ জন করোনার উপসর্গ নিয়ে ও ১১৪ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৬৪ জন করোনা আক্রান্ত ভর্তি আছেন। গত ২৪ ঘন্টায় ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখন পর্যন্ত বিভাগে ৪৭ হাজার ৫৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যার মধ্যে ৩৫ হাজার ১৪৪ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় ৫৯২ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।