মারা গেছেন বলিউড অভিনেতা অনুপম শ্যাম
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২১, ৩:২৬:০৫
বলিউডের বিখ্যাত অভিনেতা অনুপম শ্যাম আর নেই। একাধিক অঙ্গ বিকল হওয়ার জেরে রবিবার ৬৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কয়েকদিন আগেই কিডনি জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করতে হয় অনুপমকে। এরপর তিনি ভেন্টিলেশনে ছিলেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, একাধিক অঙ্গ কাজ না করায় মৃত্যু হয়েছে এই অভিনেতার।
শেষবার টিভি সিরিজ ‘প্রতিজ্ঞা টু’র শুটিং করছিলেন অনুপম শ্যাম।
স্লামডগ মিলিয়নিয়ার, ব্যান্ডিট কুইন, দস্তক, হাজার চৌরাশি কি মা, দুশমন, সত্য সংগ্রাম, লাগান, নায়ক, শক্তি, পাপের মতো বহু সিনেমায় কাজ করেছিলেন এই অভিনেতা।
ছোট পর্দার ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’তে ঠাকুর সজ্জন সিংয়ের ভূমিকাতেও বেশি বিখ্যাত হন অনুপম। এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে, তার রীতিমতো ভক্তশ্রেণী গড়ে ওঠে। অনেকেই ঠাকুর চরিত্রের মতো গোঁফ রাখতে শুরু করেন।
দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন অনুপম শ্যাম। নিয়মিত ডায়ালাইসিসও করাতে হবে। এক সময় শুটিং সেরে ছুটতেন হাসপাতালে। জীবনের শেষ মাসগুলো চিকিৎসার খরচ মেটাতে সংকটে পড়ে যায় অনুপমের পরিবার। এ সময় তার খরচ জোগাতে অনেক সহকর্মী এগিয়ে আসেন। মৃত্যুর পরও অভিনেতার পরিবারের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ।