বারাক ওবামার প্লে লিস্টে পাকিস্তানি গায়িকা
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২১, ১১:০৫:১৬
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা গ্রীষ্মের ছুটিতে তার শোনা গানের প্লে লিস্ট সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। জর্জ হ্যারিসন, বব মার্লি, বব ডিলান, রিহানার সাথে সাথে বারাক ওবামার এই প্লে লিস্টে জায়গা করে নিয়েছেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আরুজ আফতাব।
আফতাবের ভালচার প্রিন্স অ্যালবামের ‘মোহাব্বত’ গানটিকে ওবামা তার প্লে লিস্টে স্থান দিয়েছেন।
ওবামা তার সামার প্লে লিস্টের গানের তালিকার ছবি সংযুক্ত করে নিজের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম একাউন্টে দেয়া পোস্টে লিখেন, ‘পরিবার ও বন্ধুদের সাথে বিপুল লোকের একত্র হওয়ায় এই গ্রীষ্ম উদযাপনের বিপুল বস্তু রয়েছে। আমি কিছু গানের প্লে লিস্ট তৈরি করেছি যা কয়েক দিন ধরে শুনছি- পুরনো ও নতুনের মিশ্রণে, ঘরোয়া ও উদীয়মান শিল্পীসহ এর মাঝামাঝি গান নিয়ে একটি তালিকা এটি।’
আরুজ আফতাব তার নিজস্ব ইনস্টাগ্রাম একাউন্টে এক পোস্টে এজন্য বারাক ওবামাকে ধন্যবাদ জানান।
পোস্টে তিনি লিখেন, ‘জেগে ওঠার জন্য এটি চমৎকার।’
রিজ আহমেদ, মিরা শেঠি, শারমিন ওবায়েদ চিনয় ও নাতাশা নারওয়ালসহ অন্য তারকারাও আরুজ আফতাবকে এর জন্য অভিনন্দন জানান।
সূত্র : ডন