মোদির সান্নিধ্যে জয়া-ফারিয়াসহ তারকারা
প্রকাশিত হয়েছে : ২৬ মার্চ ২০২১, ৭:৫৯:১৪
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন বেশ কিছু তারকা। ২৬ মার্চ দুপুরে মোদির সঙ্গে দেখা করে তাকে স্বাগত জানান অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, শারমিন সুলতানা সুমি। এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেট তারকা ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান ও নারী ক্রিকেট দলের তারকারাও।
তারা মোদির সঙ্গে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান৷ তার সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তার আগে ঢাকায় পৌঁছে সফরসূচির অংশ হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মোদি। শ্রদ্ধা জানাবেন গোপালগঞ্জে জাতির জনকের সমাধিতেও। এরপর মোদি সফর করবেন হিন্দুদের মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান হিসেবে বিবেচিত ওড়াকান্দি ইউনিয়নের ঠাকুরবাড়িতে।