শায়েস্তাগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২০, ১:০৪:০৫
শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলে উপজেলার ২৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতি ও উপ সহকারি কৃষি অফিসার তোফায়েল আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ – লাখাই – শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ -৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো. আবু জাহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মোছা. মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, ব্রাক্ষণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ আদিল জজ।
কৃষি প্রনোদনা হিসেবে ১৮০ জন প্রান্তিক কৃষককে ও ক্ষুদ্র কৃষক হিসেবে ৮৫ জনকে বীজ ও রাসায়নিক সার দেয়া হয়।