করোনা প্রতিরোধে ব্রিটেনে কার্যকর হলো ‘রুল অফ সিক্স’
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬:০২
ব্রিটেনে গত তিন দিন যাবত প্রায় সাড়ে তিন হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনা মহামারি আবারো বৃদ্ধি পেতে থাকায় আজ সোমবার থেকে নতুন আইন অনুযায়ী ঘরে এবং বাইরে ছ’জনের বেশি জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আর আইন লঙ্ঘনকারীকে ১শ পাউন্ড থেকে সর্বোচ্চ ৩ হাজার পাউন্ড জরিমানা আরোপের পাশাপাশি গ্রেফতার করবে পুলিশ।
নতুন আইনটি শুধুমাত্র ইংল্যান্ড, স্কটল্যান্ড ক্ষেত্রে ঘরে এবং ঘরের বাইরে, আর ওয়েলসের ক্ষেত্রে শুধু ঘরের ক্ষেত্রে প্রযোয্য হবে।
একই সাথে ইংল্যান্ডে সকল বয়সীদের জন্য, ওয়েলসে ১১ বছরের কম বয়সী এবং স্কটল্যান্ডে ১২ বছরের কম বয়সী শিশুদের ছাড় দেওয়া হয়েছে।
তবে, ইংল্যান্ডে শিশুদের নতুন আইনের বাইরে রাখতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানিয়েছেন টরি এমপিরা।
এদিকে, গত মার্চ মাসের পর মহামারি কিছুটা কমতে থাকলেও সম্প্রতি আর নাম্বার আবারো বেড়েছে। এই সংখ্যা ১ থেকে ১.২ বাড়তে থাকায় নতুন নিষেধজ্ঞাগুলি আরোপ করে সরকার।
ব্রিটেনে গতকালও আক্রান্ত হয়েছে ৩৩৩০ জন এবং ৫ জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত সরকারী হিসেবে করোনায় মৃত্যু হয়েছে ৪১,৬২৮ জনের।