আইপিএলে হবে ২০ হাজার করোনা টেস্ট
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২০, ৭:৪৭:৫২
করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাঠে গড়াতে যাওয়া আইপিএল’র ত্রয়োদশ আসরে ২০ হাজারের নমুনা টেস্ট করা হবে বলে জানিয়েছে টুর্নামেন্টটির মেডিকেল পার্টনার।
ভারতে করোনার প্রাদুর্ভাব বেশি থাকায় এবারের আইপিএল হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের মাঠে। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে নামবে পর্দা।
টুর্নামেন্টটি খেলতে আটটি ফ্র্যাঞ্চাইজির মোট ২০০ খেলোয়াড়ের অধিকাংশই এরই মধ্যে দুবাইয়ে পৌঁছে গেছেন। নিয়মানুযায়ী খেলোয়াড়, কোচ ও কর্মকর্তারা হোটেলে ছয় দিনের আইসোলেশনে থাকছেন।
দুবাইয়ে পৌঁছার দুই দিনের ব্যবধানে দুবার করে করোনাভাইরাস টেস্ট করা হচ্ছে খেলোয়াড় ও দল সংশ্লিষ্ট অন্যদের। এরপর তাদের নিয়ে যাওয়া হচ্ছে করোনারোধী বায়ে-সিকিউর পরিবেশে। টুর্নামেন্টের মেডিকেল পার্টনার ভিপিএস হেলথ কেয়ার জানিয়েছে, বুধবার পর্যন্ত ৩৫০০ করোনা টেস্ট করানো হয়েছে।
এএফপিকে প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, “টুর্নামেন্টকে ঘিরে আমাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০০০০ এরও বেশি করোনা টেস্ট করানো হবে। খেলোয়াড় ও অন্যান্য সংশ্লিষ্টদের চলাফেরা খুবই নিয়ন্ত্রিত। হোটেল, স্টেডিয়াম ও একাডেমি বাদে তাদের কোথাও যাওয়ার নেই।”