জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২০, ১১:০৯:৩২
মৌলভীবাজারের জুড়ীতে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
রবিবার উপজেলার ফুলতলা ও সাগরনাল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফুলতলা ইউনিয়নের ফুলতলা বাজার সংলগ্ন বিরইনতলা গ্রামের মৃত হাবিব উল্লাহর ছেলে ওয়াহেদ আলী (৫০) এবং সাগরনাল ইউনিয়নের পাতিলা সাঙ্গন গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে হোসাইন মিয়া (১৩)।
জানা যায়, বেলা সাড়ে ১২টার দিকে বিরইনতলা গ্রামে ওয়াহেদ আলী অন্যের ঘরে বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
অন্যদিকে, বিকেল সোয়া ৪টার দিকে পাতিলা সাঙ্গন গ্রামের হোসাইন মিয়া মাছ ধরতে পানিতে নামে। পানিতে বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা যায়।
জুড়ী থানা অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।