যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরও ৮৯ জনের, শনাক্ত ৬৭০
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২০, ১২:৩৩:৩৭
লন্ডন অফিস : যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা।
এদিকে, স্কটল্যান্ডে গত ১৯তম দিনেও কেউ করোনায় মৃত্যুবরণ করেনি।
জানা যায়, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) মৃত্যুবরণ করেছেন ৮৯ জন। গতকাল সোমবার ছিলো ৯ জন, রোববার ৮ জন, শনিবার ৭৪ জন ও শুক্রবার ছিলো ১২০ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ২৯৯ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল সোমবার বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭০ জন। গতকাল সোমবার ছিলো ৯৩৮ জন, রোববার ৭৪৪ জন, শনিবার ৭৭১ জন ও শুক্রবার ছিলো ৮৮০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬ হাজার ২৯৩ জন।