যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু আরও ৮ জনের, শনাক্ত ৭৪৪
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০২০, ১:২৫:২০
যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমছে। তবে, বেড়েছে আক্রান্তের সংখ্যা।
এদিকে, স্কটল্যান্ডে গত ১৭ তম দিনেও কেউ করোনায় মৃত্যুবরণ করেনি।
জানা গেছে, যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় ( রোববার) মৃত্যুবরণ করেছেন ৮ জন। গতকাল শনিবার ছিলো ৭৪ জন, শুক্রবার ১২০ জন, বৃহস্পতিবার ৩৮ জন, বুধবার ৮৩ জন, মঙ্গলবার ১১৯জন, সোমবার ৭ জন ও রোববার ছিলো ১৪ জন। মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ২০১ জন। এই মৃত্যুর পরিসংখ্যান গতকাল শনিবার বিকেল ৫টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৪ জন। গতকাল শনিবার ছিলো ৭৭১ জন, শুক্রবার ৮৮০ জন, বৃহস্পতিবার ৮৪৫ জন, বুধবার ৭৬৩ জন, মঙ্গলবার ৫৮১ জন, সোমবার ৬৮৫ জন ও রোববার ছিলো ৭৪৭ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪ হাজার ৬৯৫ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫ জন ও ওয়েলসে ৩ জন। তবে, স্কটল্যান্ডে ও উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।