যুক্তরাজ্যে করোনায় আরও ৮৩ জনের প্রাণহানি : নতুন শনাক্ত ৭৬৩
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২০, ১১:৪১:৪৭
লন্ডন অফিস : যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় (বুধবার) করোনায় আরও ৮৩ জন মারা গেছেন।
তবে, টানা ১৩তম দিনেও স্কটল্যান্ডে নতুন কোনও মৃত্যু হয়নি। তাছাড়া উত্তর আয়ারল্যান্ডের স্বাস্থ্য কর্মকর্তারাও নতুন মৃত্যুর খবর প্রকাশ করেননি।
এদিকে, দেশটিতে মৃত্যুর সংখ্যা এখন ৪৬ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের সংখ্যাও ৩ লাখ ছাড়িয়েছে।
জানা গেছে, যুক্তরাজ্যে মঙ্গলবার মৃত্যুর সংখ্যা ছিল ১১৯ জন ও সোমবার মারা যান ১৪ জন। এছাড়া শনিবার ৬১ জন, শুক্রবার ১২৩ জন ও বৃহস্পতিবার মারা গেছেন ৫৩ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৯৬১ জনে।
সরকারী পরিসংখ্যানে জানা যায়, গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৬৩ জন। এর আগে মঙ্গলবার ছিল ৫৮১ জন, সোমবার ৬৮৫ জন, রোববার ৭৪৭ জন, শনিবার ৭৬৭ জন, শুক্রবার ৭৭০ জন ও বৃহস্পতিবার আক্রান্ত হন ৭৬৯ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৪৫৫ জন।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ১৪ জন। এছাড়া ওয়েসে ৫ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে।