পাপারাজ্জিদের বিরুদ্ধে হ্যারি-মেগানের মামলা
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২০, ৬:৩৬:১৭
ছেলে আর্চির ছবি তোলার চেষ্টার অভিযোগ এনে অজ্ঞাত পাপারাজ্জিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।
বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের একটি উচ্চ আদালতে তারা মামলাটি দায়ের করেন। খবর রয়টার্সের।
মামলার নথি সূত্রে জানা যায়, ‘অনেকবার’ এই দম্পতির ১৪ মাস বয়সী ছেলের গোপনীয়তা ভাঙার চেষ্টা করা হয়েছে। এসব থেকে ছেলেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিউক ও ডাচেস অব সাসেক্সের আইনজীবীও।
মামলায় আরও বলা হয়েছে, আর্চির ছবি তুলতে এই দম্পতির বাসস্থানের আকাশে ড্রোন ও হেলিকম্পার পর্যন্ত উড়ানো হয়েছে।
এ ব্যাপারে বিশেষ কোনও প্রতিকার চাচ্ছেন না এই রাজকীয় দম্পতি। মামলায় বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার আইন অনুযায়ী নিজেদের বাড়িতে গোপনীয়ভাবে বাস করার অধিকারটুকুই কেবল চাচ্ছেন তারা।
ইংল্যান্ডের রাজকীয় দায়িত্ব ত্যাগ করার পর হ্যারি ও ম্যাগান দম্পতি বর্তমানে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বাস করছেন। নতুন কিছুতে ক্যারিয়ার গড়া নিয়ে ভাবছেন তারা।