স্বাস্থ্য অধিদফতরের ডিজি-এডিজিকে ডিবিতে জিজ্ঞাসাবাদ
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২০, ৭:২৭:৫৫
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানাকে জিজ্ঞাসাবাদ করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
তিনি বলেন, জেকেজি হেলথকেয়ারকে অনুমোদন দেওয়ার বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।
কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অধিদফতর থেকে অনুমোদন পাওয়া রিজেন্ট হাসপাতাল এবং নমুনা সংগ্রহকারী প্রতিষ্ঠান জেকেজির নজিরবিহীন দুর্নীতি, প্রতারণা ও অনিয়ম নিয়ে তীব্র বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) পদত্যাগ করেন।