কোনো কোম্পানির বিনিয়োগ স্থানান্তরে স্বাগত জানাবে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২০, ৩:১৯:৪৩
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, এ অঞ্চলের যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে বিনিয়োগ লাভজনক। বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ বিদ্যমান। অন্য দেশ থেকে কোনো কোম্পানি এ দেশে বিনিয়োগ স্থানান্তর করতে চাইলেও বাংলাদেশ স্বাগত জানাবে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মারিসে আন পেইনির সঙ্গে বৃহস্পতিবার (১১ জুন) ফোনে আলাপকালে তিনি এ কথা বলেন। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
অস্ট্রেলিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ সরকার দেশে কর্মসংস্থান বৃদ্ধি করতে চায়। বাংলাদেশ ১০০টি অথনৈতিক অঞ্চল সৃষ্টি করছে যেখানে অস্ট্রেলিয়ার বিনিয়োগকারীরা বিনিয়োগ করলে তারা যেমন লাভবান হবেন, বাংলাদেশিদেরও কর্মসংস্থান হবে। এছাড়া বাংলাদেশে ২৮টি হাইটেক পার্ক ও তথ্যপ্রযুক্তিতে বিপুল সংখ্যক দক্ষ জনগোষ্ঠী রয়েছে।
এ সময় করোনা মহামারি পরিস্থিতির মধ্যে অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত শিক্ষার্থীসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতার জন্য অস্ট্রেলিয়ার সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন।