ঢাকা ছাড়লেন আরও ১৬৮ ব্রিটিশ নাগরিক
প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২০, ৫:০৯:১৩
করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত আরও ১৬৮ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। এ নিয়ে মোট ৬৭৩ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছাড়লেন।
রোববার (২৬ এপ্রিল) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট লন্ডনের উদ্দেশে ছেড়ে যায়।
বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল-আহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিকেল ৩টা ১৮ মিনিটে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে উড়োজাহাজ চলাচলে বিধিনিষেধের কারণে বর্তমানে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফেরার জন্য কোনো বাণিজ্যিক ফ্লাইট নেই। তাই একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন।
এর আগে গতকাল শনিবার একই এয়ারওয়েজের ফ্লাইট ঢাকা থেকে লন্ডনে যান ১৭১ ব্রিটিশ নাগরিক। এর আগে গত ২১ এপ্রিল প্রথম দফায় ১৫৭ জন ব্রিটিশ নাগরিক বাংলাদেশ ছাড়েন।