এফআইভিডিবি’র সাথে ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৪:৪৫

স্টাফ রিপোর্টার : ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর বাস্তবায়নে ও ইউনাইটেড ডেমোক্রেসি ফান্ড (ইউএনডিইএফ) এর অর্থায়নে সিলেট নগরীর ৯নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক মতবিনিময় সভা গতকাল রোববার সকাল ১১টায় নগরীর বর্ণমালা পয়েন্টে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সরকার বিভাগ, সিলেট-এর উপ-পরিচালক (উপসচিব) সুবর্না সরকারের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য প্রদান করেন এফআইভিডির লার্নিং এন্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হাসান আহমেদ চৌধূরী।
প্রকল্পের কোয়ালিটি এসুরেন্স অফিসার তাসমিয়া তাহসিনা চৌধুরীর সঞ্চালনায় প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার।
উদ্বোধনী বক্তব্যে স্থানীয় সরকার বিভাগ, সিলেট-এর উপ-পরিচালক (উপসচিব) সুবর্না সরকার সিলেটের নানা দুর্যোগের কথা তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সিলেট ক্রমাগত দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এটি প্রবল ভূমিকম্প প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা। এছাড়া, সিলেটে বন্যা, ভূমি ধ্বসের মতো ঘটনাও ঘটে।
তিনি বলেন, ভূমিকম্প কখনও আগাম পূর্বাভাস দিয়ে আসে না, ভূমিকম্পে বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কারণ তাদের শারীরিক ও মানসিক দুর্বলতা বেশি; শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে, আর বয়স্কদের চলাফেরায সমস্যা থাকায় উদ্ধার কঠিন হয়, তাই তাদের জন্য আলাদা প্রস্ততি ও সহায়তার প্রয়োজন হয়, কিন্তু আপনি প্রস্তুত থাকলে ক্ষতি কমানো সম্ভব। তাই সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন।
তিনি এসব এলাকায় বন্যার কারণগুলো তুলে ধরে সরকারী খালগুলো খননের কাজ শুরু হয়েছে উল্লেখ করে বলেন, যেহেতু প্রকল্পটি ইয়ূথদেরকে নিয়ে করা হচ্ছে সেহেতু তাদেরকে আরও বেশী সচেতনতা বাড়ানো ও নেতৃত্ব তৈরী করা গেলে কমিউনিটির অনেক সমস্যা তারা নিরসন করতে পারবে।
প্রকল্প সমন্বয়কারী আবুবকর শিকদার এই প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত অর্জিত কাজ এবং কার্যক্রমে সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি এলাকার সমস্যা চিহ্নিতকরণে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহযোগিতা কামনা করেন।
মুক্ত আলোচনায় কমিটির সদস্যরা তাদের এলাকার রাস্তা-ঘাট, নিরাপদ পানি, বিল্ডিং কোড, শিশুখাদ্যসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
কমিটির সদস্য সচিব পিন্টু আহমেদ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে ওয়ার্ডের পক্ষ থেকে সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ময়নুল হক চৌধুরী, ফাহিম আহমদ, বাবলি বেগম, অনিতা তালুকদার, অসীত কুমার দাস তালুকদার, ফাতেমা জান্নাত জেবা, কামরুজ্জামান দিপু, নাজমুল ইসলাম, অপু চন্দ, সালমান আহমদ রুহান, বজলুর হক, আবু তাহের লাল, আব্দুল্লাহ এ মাসুম, ফাতেহা আক্তার মৌসুমী সদস্য ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইমরান হোসাইন, শাবিপ্রবির সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী মো. হৃদয় মিয়া, বর্ণমালা সিটি একাডেমীর প্রধান শিক্ষক বরুন কুমার তালুকদার, এফআইভিডিবি’র আব্দুল আহাদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন লেকসিটি আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম আহমদ ও গীতা পাঠ করেন কৃষ্ণ চক্রবর্তী।



