হবিগঞ্জে এসএ পরিবহনের কাভার্ডভ্যান থেকে ভারতীয় পণ্য জব্দ, আটক ২
প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৫, ৮:৫২:৪৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে নিয়মিত চেকপোস্টে এই অভিযান চালানো হয়।
এই সময় কাভার্ড ভ্যানের চালক আব্দুর রহিম (৪০) ও হেলপার সৌরভ (১৯)কে আটক করা হয়েছে। আটক ড্রাইভার আব্দুর রহিম নোয়াখালীর বেগমগঞ্জ থানার মহব্বতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং হেলপার সৌরভ শরীয়তপুরের জাজিরা থানার কদমআলি মাতব্বর গ্রামের আইয়ুব আলীর ছেলে।
এস আই তমাল সরকার এবং সঙ্গীয় ফোর্স ঢাকামুখী এসএ পরিবহনের কাভার্ড ভ্যান (রেজি. নং ঢাকা মেট্রো অ ১৩-১০০২) থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কিটক্যাট চকলেট উদ্ধার করেন। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৬০ হাজার ১৬০ টাকা।
আটক ড্রাইভার ও হেলপারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



