আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০২৫, ৮:৩৭:৪৩
ভাগ্য বদলের আশায় সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশি হারুন সরদার নুর নবী সরদার। ২০০৯ সাল থেকে দেশটিতে থাকলেও ভাগ্যের তেমন পরবির্তন ঘটেনি তার। তবে সম্প্রতি এক ফোনকলেই আমূল বদলে গেছে তার জীবন। পেশায় ট্যাক্সিচালক হারুন আমিরাতের বিগ টিকিট র্যাফেল ড্রতে ২০ মিলিয়ন আমিরাতি দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি ২৯ লাখ টাকা জিতেছেন। খবর খালিজ টাইমস-এর।
সেপ্টেম্বর মাসের প্রথম পুরস্কার বিজয়ী টিকিট নম্বর ০৩৫৩৫০। গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি কিনেছিলেন শারজাহতে বসবাসরত ৪৪ বছর বয়সী বাংলাদেশি প্রবাসী ট্যাক্সিচালক হারুন সরদার নুর নবী সরদার।
লাইভ ড্র চলাকালীন অনুষ্ঠানের সঞ্চালক রিচার্ড ও বুচরা ‘গোল্ডেন ফোনে’ এই সুখবর পৌঁছে দেন হারুনের কাছে। তখন হারুন যেন ভাষা হারিয়ে ফেলেন। তিনি ফোনের অপর প্রান্ত থেকে কেবল বলেন, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। অন্য ১০ জনকে সঙ্গে নিয়ে টিকিট কিনেছিলেন হারুন। এখন পুরস্কারের অর্থ সবার সঙ্গে ভাগাভাগি করে নেবেন বলে জানিয়েছেন তিনি।
২০০৯ সাল থেকে আমিরাতে বসবাস করছেন হারুন। গত ১৫ বছর ধরে তিনি আবুধাবিকে নিজের দ্বিতীয় বাড়ি মনে করেন। পরিবার দেশে থাকলেও তিনি প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছিলেন। তার বিশ্বাস ছিল, একদিন ভাগ্য বদলাবেই। আর এই স্বপ্ন দেখা কখনোই বাদ দেননি তিনি।