জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র উদ্যোগে ২৭জন অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২৫, ১২:৩২:৫৫
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৭জন দুস্থ ও হতদরিদ্র মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে।
উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মহিলাদের কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মনির্ভশীল হিসেবে গড়ে তুলতে বিনামূল্যে এসব সেলাই মেশিন বিতরণ করেছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার উপজেলা সদরের মডেল মসজিদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র কোষাধ্যক্ষ মো. আব্দুল মুমিন।
সংস্থার জেনারেল সেক্রেটারি সৈয়দ আশফাক আহমদের পরিচালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমেদ সোহেল, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ নুরুল ইসলাম (দুলু), জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকের সাংগঠনিক সম্পাদক মো. ফয়জুর রহমান (ছমির), সদস্য মো. এনামুল ইসলাম, সুনামগঞ্জ জজ কোর্টের অ্যাডভোকেট সৈয়দ সাফায়াত আহমেদ, দয়ামীর কলেজের অধ্যক্ষ সাব্বির আহমেদ, ইসলামি ব্যাংকের স্থানীয় শাখার ব্যবস্থাপক শেখ মো. ওলি উল্লাহ, কমিউনিটি নেতা শাহাজাহান মিয়া প্রমুখ।
জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে’র কোষাধ্যক্ষ মো. আব্দুল মুমিন জানান, জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা, ইউকে একটি সেবামূলক সংস্থা। যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলার উদ্যমী কিছু প্রবাসীদের উদ্যোগে এ প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য সংস্থাটি নানাবিধ সহায়তা প্রদান করে আসছে।
তিনি বলেন, সেলাই মেশিন বিতরণ কার্যক্রম চলাকালে অসহায় মানুষগুলোর চোখেমুখে যে আনন্দের দ্যুতি আমরা দেখেছি, তা আমাদের পরবর্তী কাজের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।