যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ আর নেই
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০২৫, ৮:৫৫:২২
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
সুলতান মাহমুদ শরীফ ২০১১ সাল থেকে যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি লন্ডন থেকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বজনমত গঠনে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৪১ সালের ২৬ জানুয়ারি বরিশাল জেলার কোতোয়ালি থানার চানপুরা ইউনিয়নের সারুখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল রোববার (২৪ আগস্ট) দুপুর ১২টায় লন্ডনের আলতাব আলী পার্ক শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন গ্রহণ করা হবে। বাদ জোহর (দুপুর ১টা ৩০ মিনিটে) ব্রিকলেইন জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
শোকবার্তায় যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।