মালয়েশিয়ার শ্রমবাজার
সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে বলেছি : আসিফ নজরুল
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৯:৫৪:৩১
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমরা মালয়েশিয়ার সঙ্গে যত আলোচনা হয়েছে, আমরা বলেছি—সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে। এবার গিয়েও বলেছি, সবাইকে সুযোগ দিতে। মনোপলি হলে শ্রমিকরা প্রতারিত হয়, খরচ বেড়ে যায়, অনেক ধরনের দুর্নীতি হয়।
বুধবার (২০ আগস্ট) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক বছরে অগ্রগতি নিয়ে করা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, ফিলিপাইন, পাকিস্তান, নেপালের রিক্রুটিং এজেন্সি কয়েকশ’, আমাদের কয়েক হাজার। এ প্রসঙ্গ যখন তোলা হয় তখন আমি ওই দেশগুলোর সমান দিতে বলি। পাকিস্তানকে ৪০০ দিলে আমাদেরও ৪০০ দেওয়ার কথা বলেছি। এই বছর শুনেছি যে মালয়েশিয়া ৩০ হাজার শ্রমিক নেবে, আমরা বলেছি বোয়েসেলকে দিতে। আমরা আমাদের মতো সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে আপনাদের মনে রাখতে হবে, মালয়েশিয়া একটি সার্বভৌম দেশ। আমরা তাদের জোর করতে পারি না।
মালয়েশিয়ায় আলোচিত-সমালোচিত প্রতিষ্ঠান বেস্টিনেটের সত্ত্বাধিকারী আমিন নূর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, উনি মালয়েশিয়ার নাগরিক। মালয়েশিয়ার সরকারের সঙ্গে উনি অনেক বছর ধরে কাজ করেন। যেহেতু সরকারের সঙ্গে অনেক বছর ধরে কাজ করেন, সরকারের ব্যবস্থাপনা এফডব্লিউসিএমএস ওনার অধীনে। আমাদের চেয়ে আগে খবর ওনার জানার কথা। তিনি সরকারের অংশ হিসেবে কাজ করছেন। আমরা যে খবর নিই, সেটা হচ্ছে ক্রেডিবল সোর্সের দিকে খেয়াল রাখি।