মৌলভীবাজারে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৯:২৪:৫৪
মৌলভীবাজার প্রতিনিধি : এন্ট্রিপদ নবম গ্রেড ও চার স্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজার জেলার সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল আ’লা মো. মওদুদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো: মুহিবুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: কামাল উদ্দিন, সিনিয়র শিক্ষক মানজু মিয়া সরকার, মামুন রসিদ ও স্বপ্নীল দাস প্রমুখ। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।