আসছে ‘গদর ৩’, তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটছে আমিশার?
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৯:১৭:২০
বিনোদন ডেস্ক : ‘গদর-২’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ২২ বছর পর আবারও সাফল্যের মুখ দেখেছেন একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার পর অভিনেত্রীর ক্যারিয়ারে ধস নামে। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কার মুখে পড়েন অভিনেত্রী। এবার ‘গদর ৩’ সিনেমা নিয়ে আসছেন নির্মাতা অনিল শর্মা। সেখানে থাকবেন আমিশা প্যাটেল। তবে কি পরিচালকের সঙ্গে দ্বন্দ্ব মিটেছে অভিনেত্রীর? খোলাসা করলেন পরিচালক অনিল শর্মা।
২০২৩ সালে সানি দেওল ও আমিশা প্যাটেলকে ‘গদর ২’ সিনেমার হাত ধরে পর্দায় ফিরিয়েছিলেন অনিল শর্মা। সেই সিনেমার শেষেই আভাস মেলে— ‘গদর ৩’-এর সিক্যুয়েল আসছে। কিন্তু পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলার পর আর কি সেই সিনেমায় ফিরবেন আমিশা?—এমন প্রশ্ন উঁকি দেয় বলিপাড়ায়।
‘গদর ২’ মুক্তির সময় দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল অভিনেত্রী আমিশা প্যাটেল ও পরিচালক অনিল শর্মার। অভিনেত্রী অভিযোগ তুলেছিলেন— তাকে না জানিয়েই সিনেমার ক্লাইম্যাক্সে বদল ঘটিয়েছেন পরিচালক। সানি দেওল সেই সিনেমায় আরও উল্লেখযোগ্য চরিত্র হবে তার, এমনই নাকি আশা করেছিলেন অভিনেত্রী। যদিও এর উত্তরে নির্মাতা পালটা দাবি করেন, নায়িকা খানিকটা ‘খামখেয়ালি’। কিন্তু আমিশাকে নিজের ঘনিষ্ঠমহলের অন্যতম বলেই মনে করেন তিনি, এমনটিও জানিয়েছিলেন অনিল। তবে শোনা যাচ্ছে, অবশেষে সেই দূরত্ব মিটতে চলেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালকের সঙ্গে ‘সৃজনশীল মতবিরোধ’-এর কথা উল্লেখ করে আমিশা জানান, তিনি ‘গদর ৩’ সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক। তবে অবশ্যই তা নির্ভর করবে চিত্রনাট্যের ওপর। মণীশ পালের পডকাস্টে অভিনেত্রী জানিয়েছিলেন— ‘গদর ২’ সিনেমার ক্লাইম্যাক্সের শুটিং হয়েছিল তাকে ছাড়াই। যদিও সেসব ভুলে যেতে চান তিনি। তবে আমিশা প্যাটেল বলেন, এটিও স্পষ্ট যে, যথাযথ চুক্তি ও কাগজপত্র থাকলে তবেই ‘গদর ৩’ নিয়ে এগোনোর কথা ভাববেন তিনি।
এদিকে অন্য এক সাক্ষাৎকারে পরিচালক অনিল শর্মা বলেন, আমার সঙ্গে আমিশার সম্পর্ক এখন দারুণ। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যায়।
জানা গেছে, ‘গদর ৩’ সিনেমার গল্পে যদি তারা ও শাকিনার প্রেমের উল্লেখযোগ্য অংশ না থাকে, তা হলে সেই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়েও নিতে পারেন আমিশা। পরিচালক এ বিষয়ে বলেন, তারা ও শাকিনা— দুজনই ‘গদর’-এর অবিচ্ছেদ্য অংশ। তবে সিনেমা মুক্তির আগেই ওর (আমিশা প্যাটেল) চরিত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব।
‘গদর ৩’ সিনেমার চিত্রনাট্য লেখা ইতোমধ্যে শেষ হয়েছে। খুব শিগগির সিনেমা মুক্তির তারিখ ঘোষণা হবে বলেও জানা গেছে। ‘গদর ২’ সিনেমার শেষ দৃশ্যে দর্শককে কথা দেওয়া হয়েছিল যে, সিনেমার পরের অংশ আসছে। তারা সিনেমাটি শেষ করেছিলেন— এমনই বার্তা দিয়ে। এই ছবি তৈরিতে সময় লাগলেও আগেরবারের মতো ২০ বছর অপেক্ষা করতে হবে না বলেও জানিয়েছেন পরিচালক।
উল্লেখ্য, এর আগে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমাটি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আমিশা প্যাটেল ও হৃতিক রোশনের। প্রথম সিনেমাতেই বাজিমাত করে রাতারাতি তারকা বনে যান এ জুটি। সিনেমাটি ব্লকবাস্টার হয় এবং হৃতিক-আমিশার জুটি দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা লাভ করে।
২০০১ সালে মুক্তি পায় ‘গদর: এক প্রেম কথা’। এর ২২ বছর পর ২০২৩ সালে মুক্তি পায় ‘গদর ২’। দুটি সিনেমাই দর্শকদের প্রচুর ভালোবাসা পায়। এখন অপেক্ষা তৃতীয় সিনেমার।