বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় জগন্নাথপুরের অটোরিকশা চালকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২৫, ৯:১২:০৪
জগন্নাথপুর প্রতিনিধি : জগন্নাথপুর-সিলেট সড়কে সিএনজি ও নোয়া গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ইয়াহিয়া মিয়া (৩৪) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার বিকেল জগন্নাথপুর- বিশ্বনাথ-রশিদ-সিলেট সড়কের বাওনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই অটোরিকশা চালক সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর এলাকার মৃত জাহিদ মিয়ার ছেলে।
মঙ্গলবার( ১৯আগষ্ট) বাদ আসর গ্রামের স্থানীয় মাদরাসা মাঠে তাঁর জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
জানা যায়, বিকেল ৫টার দিকে জগন্নাথপুরগামী সিএনজিচালিত অটোরিকশা (অনটেষ্ট) ও বিপরীত দিক থেকে আসা সিলেটগামী নোয়ার (ঢাকা মেট্টো-চ-১৫-২৮০১) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান সিএনজির চালক ইয়াহিয়া। এঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।
হবিবপুরের স্থানীয় বাসিন্দা সাবেক ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন জানান, সে ভালো মানুষ ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে গাড়ী দুটি জব্দ করা হয়েছে। নিহত চালকের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।