সিলেটে যুবক খুনের ঘটনায় গ্রেফতার আরো একজন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৫:৪২:০০
সিলেটের কিনব্রিজ এলাকায় যুবক খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কালা মিয়া (২৫) মৌলভীবাজারের কাউতলা গ্রামের আইয়ুব আলীর ছেলে। বর্তমানে নগরীর ঘাসিটুলা এলাকায় বসবাস করেন।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালা মিয়া ওই হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি। এ নিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।