হবিগঞ্জে জুলাই গণ অভ্যুথানের বর্ষপূর্তিতে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ১১:১৯:২৬
ঐতিহাসিক জুলাই গণ অভ্যুথানের ১ম বর্ষপূর্তি উপলক্ষে ১৭ শহীদের পূণ্যভূমি হবিগঞ্জ জেলার আন্দোলনের অংশীজন, জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার বর্গের সম্মানে আয়োজিত আলোচনা ও মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২১ জুলাই) দুপুরে শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সদস্য সচিব মাহদী হাসানের পরিচালনায় ও আহবায়ক আরিফ তালুকদারের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলামসহ কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ।
এছাড়াও হবিগঞ্জ জেলার প্রতিটি উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণ অভ্যুথানে শহীদ ও আহতদের সম্মানে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং শহীদ পরিবারের সদস্যদের উত্তরীয় পরিয়ে দেন কেন্দ্রীয় সভাপতি।
প্রধান অতিথির বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি রিফাত রশিদ বলেন- জুলাই গণ অভ্যুথানের বিচার নিয়ে তামাশা হচ্ছে। বিচার প্রক্রিয়ার যেই গতি তা দেখলে কচ্চপেও যেন লজ্জা পেয়ে যায়। অবিলম্বে জুলাই গণহত্যার বিচারকে দৃশ্যমান করতে হবে। বিচার কাজকে দৃশ্যমান না করা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের আর কোন গতি নেই।
তিনি আরো বলেন- বিচার প্রক্রিয়কে দৃশ্যমান না করে কোন প্রকার ইলেকশন সিলেকশন বা লন্ডনে গিয়ে মিটিং করে পার পেতে দেয়া হবে না। তিনি বলেন- আজ অমরা যেই দেশে দাড়িয়ে নিশ্বাস নিতে পারছি কথা বলতে পারছি এর থেকে বড় স্বাধীনতা এর থেকে বড় অর্জন আর কি হতে পারে। এর যে ক্রেডিট সব জুলাই গণ অভ্যুথানের শহীদ ও আহতদের।