আগুনে দ্বগ্ধ বিশ্বনাথের খালেদের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২৫, ১০:৩৯:৪৫
সিলেটের বিশ্বনাথে আগুনে দ্বগ্ধ হয়ে খালেদ আহমদ (২১) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন খালেদ। নিহত খালেদ বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের করপাড়া গ্রামের লালা মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার চালক খালেদ আহমদ প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাতেও কাজ থেকে ঘরে ফিরেন। রাত ২টার দিকে হঠাৎ খালেদের চিৎকার শুনতে পেরে পরিবারের লোকজন ঘরের বাইরে গিয়ে দেখেন তার (খালেদ) শরীরে আগুন জ্বলছে। এক পর্যায়ে শরীরে আগুন নিয়ে পুকুরের পানিতে ঝাপ দেন খালেদ। এরপর খালেদকে উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিসার জন্য ঢাকায় নিয়ে গিয়ে একটি হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৬ জুলাই) ভোরে মৃত্যুবরণ করেন।
এদিকে কিভাবে কার চালক খালেদের শরীরে আগুন লেগেছে, এ ব্যাপারে তার (খালেদ) পরিবারের লোকজন জানেন না তথা কেউই কিছু বলতে পারেন নি। খালেদ যে শয়ন কক্ষে থাকেতেন সেই ঘরের কোন আসবাবপত্রও সেই আগুনে পুড়েনি।
এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন বলেন, খালেদ পেশায় একজন কার চালক ছিল। তার হাতে পেট্টোল ভরা একটি বোতল ছিল। অনুমান করা হচ্ছে সিগারেট খাওয়ার সময় আগুন লাগতে পারে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ উৎঘাটন করতে পুলিশ কাজ করছে।