কুলাউড়ায় ডা: শফিকুর রহমান
ন্যায়বিচার পাওয়া সকল মজলুমের অধিকার
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০২৫, ৯:৩৭:০৫
কুলাউড়া প্রতিনিধি : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ও কুলাউড়ার কৃতি সন্তান ডা: শফিকুর রহমান বলেছেন, ‘কুলাউড়ায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার আনজুমের পরিবার যেন ন্যায়বিচার পায়। শুধু আনজুমের পরিবার নয় এদেশের প্রতিটি মজলুম পরিবার যেন ন্যায়বিচার পায়। কোনো নয় ছয় বরদাস্ত করা হবে না।’
শুক্রবার (২৭ জুন) দুপুরে কুলাউড়া উপজেলায় ব্রাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের নৃশংস হত্যার শিকার মেধাবী শিক্ষার্থী নাফিসা আক্তার আনজুমের কবর জিয়ারত করে তার শোকাহত মা-বাবাকে সমবেদনা জানান।
ডা: শফিকুর রহমান এসময় উপস্থিত সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আনজুম হত্যার খবর ঢাকা থেকে শুনেছি এবং দোয়া করেছি। আজকে আসার উদ্দেশ্য কবর জিয়ারত ও পরিবারকে শান্তনা দেয়া। আমরা জানতে পেরেছি ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। মামলা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কোনো অপশক্তির বা অন্যকিছুর কাছে নয় ছয় হলে কেউ ক্ষমা পাবেন না। স্বাধীন বিচারে হস্তক্ষেপ হলে আমরা বসে থাকবো না। আমরা মজলুমের পাশে থাকবো।’
এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, আজিজ আহমেদ কিবরিয়া, রাজানুর রহিম ইফতেখার, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুল হামিদ খান, জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহমান প্রমূখ।