‘অশিক্ষিত’ বলায় রেজাল্ট শিট দেখিয়ে জবাব দিলেন অভিনেত্রী
প্রকাশিত হয়েছে : ২০ জুন ২০২৫, ৮:২৮:১০
বিনোদন ডেস্ক : এক সময় ভারতের বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। বিশেষ করে ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকের ‘তোড়া’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। যদিও বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে রয়েছেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিয়মিত ভ্লগিংয়ের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন তিনি।
তবে এই অনলাইন সক্রিয়তাই তাকে কটাক্ষের মুখে ফেলেছে। সম্প্রতি মধুবনী অভিযোগ করেন, কিছু নেটিজেন তাকে ও তার পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। কেউ কেউ লিখেছেন, “ছেলেকে দেখিয়ে রান্না করেই খেতে হচ্ছে”, আবার কেউ বলেছেন, “ভ্লগ করেই চলে সংসার, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অশিক্ষিত।”
এইসব মন্তব্যের জবাবে চুপ না থেকে মধুবনী ও তার স্বামী অভিনেতা রাজা গোস্বামী করলেন এক ব্যতিক্রমী কাণ্ড। তারা দুজনেই নিজেদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সামাজিক মাধ্যমে প্রকাশ করে জানান দিয়েছেন—তারা অশিক্ষিত নন, বরং ভালো ফলাফল করেই পাস করেছিলেন।
এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে মধুবনী বলেন, ‘অনেকে ভাবছেন আমরা রেগে গেছি। আসলে তা নয়। কিছু মানুষ এমন জঘন্য মন্তব্য করেন, তাদের চুপ করানোর জন্যই এই পোস্ট দিয়েছি।’
সোশ্যাল মিডিয়ার ট্রল ও কটাক্ষের বিরুদ্ধে গঠনমূলক জবাব দেওয়ার এই উদাহরণ নেটিজেনদের কাছেও প্রশংসা কুড়িয়েছে।
প্রসঙ্গত, ১৪ বছর আগে প্রচারিত ‘ভালোবাসা ডট কম’ সিরিয়ালে ‘ওম’ ও ‘তোড়া’র প্রেম কাহিনি দর্শকের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায়। সেই সিরিয়ালের মাধ্যমে শুরু হওয়া পর্দার প্রেম, পরে বাস্তব জীবনেও পরিণয়ে গড়ায়। বর্তমানে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন রাজা-মধুবনী দম্পতি এবং তাদের একটি পুত্রসন্তান রয়েছে।