সিলেটে ৪৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৫, ৯:২৮:৪২
বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপ্রাপ্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন বিওপি কর্তৃক অভিযানে ৪৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (১৮ জুন) ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, উৎমা, তামাবিল এবং শ্রীপুর বিওপি কর্তৃক চোরাচালানবিরোধী অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল, মদ, গরু, চিংড়ির রেনু পোনা, জিরা, চকলেট, বিস্কুট, হরলিক্স, সাবান, অলিভ ওয়েল, বিভিন্ন কসমেটিকস সামগ্রী এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ ও নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৩ লক্ষ ১১ হাজার ৬২০ টাকার সমপরিমাণ।
এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।