শেখ রেহানার লন্ডনের বাড়ি বিক্রিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৫, ৯:৩৫:৪৮
যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মালিকানাধীন লন্ডনের একটি বিলাসবহুল বাড়ির বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি (ফ্রিজিং অর্ডার) করেছে। চলমান দুর্নীতি ও অর্থপাচার তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য ডেইলি মেইল।
টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে চার বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে চলমান দুর্নীতি ও অর্থপাচার তদন্তের অংশ হিসেবে বাড়ি জব্দের এই আদেশটি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, রাশিয়ান একটি কোম্পানির সঙ্গে বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আর্থিক লেনদেনের মাধ্যমে এই অর্থ বিদেশে পাচার করা হয়।
উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় অবস্থিত বাড়িটি গত ১৪ বছর ধরে শেখ রেহানা (৬৯) ও তার পরিবারের প্রধান বাসস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই বাড়ির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন শেখ রেহানার কন্যা ও ব্রিটিশ লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক, যিনি সম্প্রতি যুক্তরাজ্যের সিটি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন।
২০১১ সালে বাড়িটি ১২ লাখ পাউন্ড মূল্যে কেনা হয়। কোম্পানি ও প্রপার্টি ফাইল অনুযায়ী, এই সম্পত্তি ক্রয় করে আহমেদ শায়ান ফজলুর রহমান। তার বাবা ছিলেন ব্যবসায়ী সালমান এফ রহমান। যিনি শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা এবং বাংলাদেশি শিল্পগোষ্ঠী বেক্সিমকোর প্রতিষ্ঠাতা।
শায়ান রহমান ছিলেন রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট-এর চেয়ারম্যান। এনসিএ তদন্ত শুরু হওয়ার পর তিনি এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। এনসিএ জানায়, ‘চলমান ফৌজদারি তদন্তের অংশ হিসেবে লন্ডনের গোল্ডার্স গ্রিন সম্পত্তি জব্দের আদেশ (ফ্রিজিং অর্ডার) পেয়েছে এনসিএ।’
যুক্তরাজ্যে তদন্তের পাশাপাশি বাংলাদেশেও এ বিষয়ে আলাদা তদন্ত চলছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। টিউলিপ সিদ্দিকও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। শনিবার পর্যন্ত আহমেদ শায়ান রহমানের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।