সিলেটে মহাপরিচালক
জনগণ ভোক্তা অধিদপ্তরের ওপর অসন্তুষ্ট
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৬:৪৬:৪৩
ভোক্তা অধিকার আইন সংস্কার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, সম্মিলিতভাবে জনগণকে ভোক্তা সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। সেবা না পেয়ে জনগণ ভোক্তা অধিদপ্তরের ওপর অসন্তুষ্ট।
বৃহস্পতিবার ভোক্তা অধিকার আইন শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সিলেটের বিভাগীয় কমিশনার ভবনের কনফারেন্স হলে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী। মুখ্য আলোচনা করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস।
সেমিনারে স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন- আলীম ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহসান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো নুরের জামান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিলেটের পরিচালক প্রফেসর গিয়াসউদ্দিন আহমদ চৌধুরী, র্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর একেএম ফয়সাল, আর্টিলারি, এসএমপির উপ-পুলিশ কমিশনার সজিব খান প্রমুখ।