হবিগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২৫, ৬:২৯:৫৬
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুর রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরের শিবগঞ্জ গ্রামের মো. রাসেল (২৬), একই গ্রামের মো. বাবু হোসেন (২৫)।
শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত ভোর সাড়ে ৫টার দিকে র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অলিপুর রেলগেট এলাকায় অভিযান চালায়। এ সময় ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করে। অভিযানকালে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
র্যাব-৯, সিলেট অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তাদেরকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের তৎপরতা আরও জোরদার করা হবে। দেশের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাবের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।