ভালো নির্বাচনের জন্য ধৈর্য ধরুন: পরিকল্পনা উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৮:৫২:৪৩
বরিশাল প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন সম্পন্ন করা। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। এজন্য যতটুকু সময় প্রয়োজন, সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।”
সোমবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মহানগরীর গণমাধ্যম, এনজিও, সংস্কৃতি কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।
পরিকল্পনা উপদেষ্টা বরিশালের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলায় মুগ্ধতার কথা জানিয়ে বলেন, “শের-ই-বাংলা ও কবি জীবনানন্দ দাশের এই শহরের ঐতিহ্য আমাদের লালন করতে হবে।” তিনি বরিশালের খাল রক্ষা এবং নগরীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে নদীর পানি বিশুদ্ধ করার জন্য ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে গুরুত্বারোপ করেন।
অন্তর্বর্তী সরকার মেগা প্রকল্প গ্রহণ করছে না জানিয়ে উপদেষ্টা বলেন, “শুধুমাত্র মাতারবাড়ি প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। কারণ এটি অনেক দূর এগিয়েছে। এখন এটিকে বাদ দিলে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর আস্থা হারাবে।”
তিনি আরও বলেন, “ভোলা-বরিশাল সেতু প্রকল্পকে ক্ষুদ্র প্রকল্প হিসেবে নয়, বরং চট্টগ্রাম-লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল-খুলনা জাতীয় মহাসড়কের অংশ হিসেবে দেখতে হবে। আমরা এর সম্ভাব্যতা সমীক্ষা, নকশা সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করব। পরবর্তী সরকার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাংগা পর্যন্ত আন্তর্জাতিক মানের সড়ক থাকলেও ভাংগা থেকে বরিশাল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।” এই অবস্থার উন্নয়নে ফরিদপুর-ভাংগা-বরিশাল-কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণের সময়সীমা বাড়িয়ে আগামী বছরের জুনের মধ্যে কাজ শুরু করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে বরিশাল বাইপাস অন্তর্ভুক্তির বিষয়টিও বিবেচনায় আনার আশ্বাস দেন।
ভোলার গ্যাস সম্পদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এই গ্যাস বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক বিকাশের চাবিকাঠি হতে পারে। আমরা চেষ্টা করছি বরিশাল হয়ে গ্যাসকে জাতীয় গ্রিডে যুক্ত করার।”
তিনি আক্ষেপ করে বলেন, “সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস মজুদ থাকা সত্ত্বেও বিগত সরকার তা কাজে লাগায়নি। তারা বেশি মনযোগ দিয়েছে এলএনজি ও এলপিজি আমদানিতে, যা দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করেছে।”
পরিকল্পনা উপদেষ্টা বরিশালের ঐতিহ্যবাহী বিএম কলেজ ও হাতেম আলী কলেজের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে।” সভা শেষে তিনি বিএম কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।
সভায় বরিশাল চেম্বার, গণমাধ্যম, এনজিও ও সংস্কৃতি কর্মীরা বরিশালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন এবং পরিকল্পনা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।