ছাতকে বজ্রপাতে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০২৫, ৬:৪২:০৭
সুনামগঞ্জের ছাতকে বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সে দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নুরুল আমিনের পুত্র এবং খুরমা উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৮ মে) সকালে বাড়ির পাশে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয় মো. মুজিবুর রহমান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
নিহতের চাচতো ভাই মুহিবুর রহমান জানান, সকাল ৬টার দিকে মাছ ধরতে গিয়ে নিজ বাড়ির পাশে বজ্রপাতে মারা গেছে মুজিবুর।