বার্সার নাটকীয় প্রত্যাবর্তনের পর ওলমোর ভাষ্য এটাই ফুটবল
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৫, ৬:০৯:৫২
স্পোর্টস ডেস্ক : প্রত্যাবর্তনটাকে যারা অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন সেই রিয়াল মাদ্রিদ সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ধরাশায়ী হয়েছে আর্সেনালের বিপক্ষে। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সা অবশ্য সে পথে হাঁটেনি। প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখেছে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে। রুদ্ধশ্বাস লড়াইয়ে ৪-৩ গোলের নাটকীয় এক জয় তুলেছে বার্সা। আর এমন জয়ের পর বার্সা ফুটবলার ওলমোর ভাষ্য এটাই ফুটবল।
ঘরের মাঠে শনিবার ৪-৩ ব্যবধানে জিতে রিয়ালের সঙ্গে ব্যবধান ৭ পয়েন্টে বাড়িয়ে নিয়েছে বার্সা। ৩২ ম্যাচে দলটির পয়েন্ট এখন ৭৩। অন্যদিকে এক ম্যাচ কম খেলা রিয়ালের পয়েন্ট ৬৬।
ম্যাচের ১২ মিনিটে ফেররান তরেসের গোলে বার্সা লিড নিলেও সেই খুশি মিলিয়ে যায় ১৫ মিনিটে সেল্টার ফরোয়ার্ড ইগলেসিয়াস গোল করলে। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে লিড নেয় সেল্টা। ৫২ মিনিটে জোড়া গোল আদায় করেন ইগলেসিয়াস। এরপর ৬২ মিনিটে ফের বার্সার জালে বল জড়িয়ে হ্যাটট্রিক আদায় করেন নেন এই ফরোয়ার্ড। বার্সাকে একরকম ম্যাচ থেকে ছিটকে দেন দুই গোলে এগিয়ে গিয়ে।
এরপর একরকম বাধ্য হয়েও বার্সা কোচ হেন্সি ফ্লিক মাঠে নামান লামিনে ইয়ামাল ও ওলমোকে। ৫৯তম মিনিটে মাঠে নামার সময় ২-১ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। তিন মিনিট পর ব্যবধান হয় ৩-১। এরপর ইয়ামালের দারুণ সব ক্রস আর ওলমোর চমৎকার ফিনিশিংয়ে লড়াইয়ে ফেরে বার্সা। পরে রাফিনিয়ার জোড়া গোলে জয় পায় দলটি। বিশেষ করে ইনজুরি টাইমের পেনাল্টি থেকে গোল করে বার্সাকে জেতান রাফিনিয়া।
চোট কাটিয়ে এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেন ওলমো। আর ফিরেই বার্সার প্রত্যাবর্তনে অগ্রণী ভূমিকা রাখা ওলমো ম্যাচশেষে বলেন, ‘এটাই ফুটবল। আমরা এই ম্যাচ জিততে চেয়েছিলাম, কিন্তু আমরা সবসময় নিজেদের সেরা পর্যায়ে ছিলাম না। তবে শেষ পর্যন্ত দল জিতেছে এবং সমর্থকরা শেষ বাঁশি পর্যন্ত আমাদের উৎসাহ জুগিয়েছে।’
বার্সেলোনার ঘুরে দাঁড়ানোর শুরু ওলমোর হাত ধরে। যা নিয়ে তিনি বলেন, ‘তিনি (কোচ হান্সি ফ্লিক) আমাকে বলেছিলেন, আমাদের আরেকটু শান্ত হয়ে খেলা প্রয়োজন। আমাদের স্রেফ নিজেদের মধ্যে আরেকটু ভালোভাবে সংযুক্ত হতে হবে।’